আজকাল ওয়েবডেস্ক: নেট ব্যাঙ্কিংয়ে আসছে বড় বদল। আগামী বছরের ১ এপ্রিল থেকে। বলা ভাল নেট ব্যাঙ্কিংয়ে বাড়ছে আরও সতর্কতা। যেমন আরটিজিএস এবং এনইএফটি–র মাধ্যমে কাউকে টাকা পাঠানোর আগে, ওই ব্যক্তির ব্যাঙ্কে নথিবদ্ধ নাম দেখতে পাবেন প্রেরক। বর্তমানে গুগল পে বা ফোন পে–র মতো ইউপিআই প্লাটফর্মগুলিতে এই সুবিধা পাওয়া যায়। আগামী বছরের ১ এপ্রিল থেকে আরটিজিএস এবং এনইএফটি করে কাউকে টাকা পাঠানোর আগেও এই সুবিধা পাওয়া যাবে।
রিজার্ভ ব্যাঙ্ক এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য সব ব্যাঙ্ককে নির্দেশ দিয়েছে। আগামী বছরের এপ্রিলের মধ্যে সব ব্যাঙ্ককে এই ব্যবস্থা চালু করতে হবে। আরটিজিএস এবং এনইএফটি–র মাধ্যমে যাঁকে টাকা পাঠানো হচ্ছে, তাঁর নাম যাচাইকরণের প্রক্রিয়া (নেম ভেরিফিকেশন সিস্টেম) থাকতেই হবে ব্যাঙ্কগুলিতে। অনলাইন ব্যাঙ্কিং, মোবাইল অ্যাপের ক্ষেত্রে এই সুবিধা পাবেন প্রেরকেরা। ব্যাঙ্কের শাখায় গিয়ে যদি কেউ আরটিজিএস বা এনইএফটি করতে চান, সেই সুবিধাও থাকবে। আর্থিক লেনদেনকে আরও সুরক্ষিত করতেই এই নির্দেশ আরবিআইয়ের।
বিজ্ঞপ্তিতে ইউপিআই পরিষেবার প্রসঙ্গও তুলে ধরেছে আরবিআই। ইউপিআই প্লাটফর্মগুলিতে এই পরিষেবার কারণে প্রেরকেরা যে সুবিধা পান, তা উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের অক্টোবরেই এই নির্দেশ কার্যকর করা নিয়ে প্রস্তাব দেওয়া হয়েছিল। অবশেষে আগামী বছরের এপ্রিল থেকেই এই নির্দেশ কার্যকর করার নির্দেশ দিল আরবিআই।
